
রাজপথে কর্মসূচি শুরুর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করতে সারা দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই সফরে দেশের তরুণ সমাজকে টার্গেট করেছে দলটি। এ লক্ষ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল মাঠে নামছে। গতকাল রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই চার সংগঠনের নেতাদের নিয়ে স্কাইপিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেছেন।
এতে বিএনপির তরুণ এবং টেলিভিশন টক শোতে নিয়মিত অংশ নেওয়া সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, ব্যারিস্টার রুমিন ফারহানা, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, শহিদুল ইসলাম বাবুল, জি নাইন সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত অংশ নেন।

গত ৭ জানুয়ারি নির্বাচনের পর নেতাকর্মীদের উজ্জীবিত করতে এটাই ব্যতিক্রমধর্মী কোনো উদ্যোগ নিয়েছে বিএনপি।
বৈঠকে অংশ নেওয়া অঙ্গসংগঠনের একজন নেতা বলেন, কর্মসূচি নিয়ে বিএনপি রাজপথে নামতে চাচ্ছে। এ জন্য তরুণসমাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তরুণদের কর্মসূচিতে যুক্ত করতে চার সংগঠন জেলায় জেলায় কাজ করবে। ছাত্রদল এরই মধ্যে রাজশাহী বিভাগের জেলা ও মহানগরের কর্মিসভা সম্পন্ন করেছে। ফরিদপুরে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে কাজ শুরু করেছে।
২৪ মে থেকে কাজ শুরু করবে যুবদল। কৃষক দলও জেলা সফরের প্রস্তুতি নিচ্ছে।