
গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের অব্যাহত সমর্থন দেয়ার প্রতিবাদে পদত্যাগ করেছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আরেক কর্মকর্তা। রাফায় ইসরাইলের পূর্ণমাত্রার স্থল অভিযানের মধ্যে নতুন করে তেল আবিবের জন্য মার্কিন অস্ত্র সহায়তার পরিকল্পনা ঘোষণার একদিন পরেই প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছে।

খবরে বলা হয়েছে, পদত্যাগ করা ওই কর্মকর্তার নাম লিলি গ্রিনবার্গ কল। সে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপালন করছিলো। এই কর্মকর্তা তার পদত্যাগ পত্রে লিখেছে, তার বিবেক ও বিচারবুদ্ধিকে সাথে নিয়ে এই প্রশাসনের প্রতিনিধিত্ব করা চালিয়ে যেতে পারে না।
এদিকে গাজায় যুদ্ধপরবর্তী পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় সন্ত্রাসবাদী নেতানিয়াহুর এক মন্ত্রী পদত্যাগের ঘোষণা দিয়েছে। ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম সদস্য বেনি গ্যান্টজ গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছে। আগামী ৮ জুনের মধ্যে গাজা ইস্যুতে যুদ্ধোত্তর কোনো পরিকল্পনা না নিলে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে গ্যান্টজ।
এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানিয়েছে গ্যান্টজ।