
বদিউজ্জামান-জলঢাকা, নীলফামারী :

দেড় যুগ’ দীর্ঘ ১৮ বছর পর নীলফামারী জলঢাকা উপজেলায় পা রাখলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে গত ৮ই মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান তিনি। তুহিন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য।
সোমবার ১৯ মে প্রথমবারের মতো জলঢাকা উপজেলায় আগমন করেন তিনি। তাকে বরণ করে নিতে সকাল থেকেই জলঢাকা পাইলট স্কুল মাঠে ভিড় করেন আপামর জনগণ ও বিএনপি’র অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। তুহিনের আগমন উপলক্ষে জলঢাকা পাইলট স্কুল মাঠে এক গনসংবর্ধনা ও জনসমাবেশের আয়োজন করেন জলঢাকা উপজেলা ও জলঢাকা পৌর বিএনপি, সেখানে উপজেলা মহিলা দল, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফুলের শুভেচ্ছা জানান দলীয় এই ত্যাগী নেতাকে।
১৯ মে বিকেলে জলঢাকা পাইলট স্কুল মাঠে তাকে গণসংবর্ধনা প্রদান করেন উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সকলে মিলে সেই লক্ষে কাজ করব।
তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ �