রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণের অভিযোগে মব জাস্টিসের শিকার যুবকের অবস্থা সংকটাপন্ন। ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পেয়ে জান মিয়া নামের ওই যুবককে খিলক্ষেত মধ্যপাড়া থেকে হেফাজতে নিয়েছিল পুলিশ।
কিন্তু থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ওই যুবককে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করা হয়। আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ১৮ মার্চ রাতে থানা পুলিশ সূত্রে জানা যায়, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধর করেছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশ লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত)সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার ১৯ মার্চ খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, অভিযুক্ত জান মিয়ার অবস্থা সংকটাপন্ন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জান মিয়াকে আটক দেখানো হয়েছে। তার বিরুদ্ধে ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
মব সৃষ্টি করে অভিযুক্তকে মারধরে জড়িতদের বিরুদ্ধেও মামলা হচ্ছে বলে জানিয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক ঢাকা পোস্টকে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হবে, বিচার প্রক্রিয়া আছে। তার আগে কাউকে মারধর বেআইনি। খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে আটক যুবককে ছিনিয়ে নিয়ে মারধরে জড়িতদের বিরুদ্ধেও মামলা হবে। আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page