মুন্সীগঞ্জে মৌসুমী শওকত দম্পতির কারনে অতিষ্ট সবাই, মানববন্ধনে গ্রামবাসীর বিস্তর অভিযোগ
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে এক নারী(মৌসুমী) ও তার স্বামী শওকত দম্পতির বিরুদ্ধে মিথ্যা মামলা,প্রতারনা, হয়রানি ও অত্যাচারের অভিযোগ এনে মানববন্ধন করেছে উত্তর ইসলামপুরের শতাধিক গ্রামবাসী।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।গ্রামবাসীর অভিযোগ, মামলাবাজ মৌসুমীর অত্যাচারে আমরা গ্রামবাসী সবাই অতিষ্ট। আওয়ামী সরকারের শাসনামলে মৌসুমীর অত্যাচারের পরিমান ছিল খুবই ভয়াবহ।মিথ্যে মামলা দিয়ে সাধারন মানুষকে করতো হয়রানি।উত্তর ইসলামপুর এলাকার মো:মহিউদ্দিন মৌসুমীর বিরুদ্ধে অভিযোগ এনে বলেন,দীর্ঘ ১৬ বছর উত্তর ইসলামপুর এলাকার মৌসুমী ও শওকত দম্পতি আওয়ামী সরকারের নেতাকর্মী ও প্রশাসনকে ব্যবহার করেছে। মৌসুমীর বাবা একজন সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন।তার এক খালাতো ভাই পুলিশে থাকার সুবাদে তাদের ব্যবহার করে এখনো এলাকার মধ্যে ত্রাশের রাজত্ব চালিয়ে যাচ্ছে। কিছু হলেই মানুষকে মিথ্যা মামলার ভয় দেখায়।জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে রয়েছে নানা প্রতারনা। রয়েছে একই জমি বার বার বিক্রির অভিযোগ।তার অত্যাচার থেকে রেহাই পায়নি একই এলাকার গ্রামপঞ্চায়েতরাও।পঞ্চায়েতের তিনজন সদস্যের বিরুদ্ধে মৌসুমী দম্পতি আদালতে মামলা দিয়েছিল বলে মানববন্ধন থেকে জানা যায়।
ঘন্টাব্যাপী এলাকাবাসীর এই মানববন্ধনে তাদের বিরুদ্ধে ওঠে অভিযোগের পাহাড়।মানববন্ধন শেষে মুঠোফোনে মৌসুমী ও তার স্বামীর ফোনে কল করা হলেও কোন উত্তর পাওয়া যায় নি।
মৌসুমী ও শওকতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানায় এলাকাবাসী সহ সর্বস্তরের মানুষ।এ বিষয়ে সদর থানার ওসি বলেন,এই বিষয়ে অভিযোগ পায়নি।তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page