
শরিফুল ইসলাম-টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা- রামপুর রোড বলদকুঁড়ায় লেয়ার মুরগী ফার্মের কমর্চারী আখতারুল হক (৪০) নামে একজনের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ। আখতারুল দিনাজপুর জেলার চিনিরবন্দর উপজেলার নুরুল আলমের ছেলে।

১৮ মে (রবিবার) সরেজমিনে গিয়ে ফার্মের মালিক মোর্শেদ আলমের কাছ থেকে জানা যায়, তিনি ১২ বছর যাবৎ এই ফার্ম লোক দ্বারা পরিচালিত করে আসছেন। ফার্মটি তিনি ভাড়া নিয়েছেন। তিনি বলেন, সকালে এই জায়গার মালিক সুরুজ্জামান ফার্মের পেছনে মাটি কাটার শ্রমিক নিয়ে মাটি কাটতে যান। তখন তিনি ফার্মের ড্রেনে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে ফোন দেয়। আমি ফোন পেয়ে এসে দেখি আমার কর্মচারীর লাশ। পরে আমি ৯৯৯ এ ফোন দিয়ে থানায় অবগত করি।
এ বিষয়ে কালিহাতী সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফার্মের কর্মচারী আখতারুলের লাশ দেখতে পাই। এটা হত্যা বিবেচনা করে আইনি কার্যক্রম চালাচ্ছি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, সকাল সাড়ে নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশটি পর্যবেক্ষন করে হাতে ও গলায় আঘাতে চিহ্ন পাওয়া যায়। তাকে জবাই করা হয়েছে। এনআইডি কার্ডের মাধ্যমে জানতে পারি ছেলেটি দিনাজপুর জেলার চিনিরবন্দর এলাকার নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে আইনি কার্যক্রম অব্যাহত রেখেছি।