
আগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছিলেন এ পুরস্কার। বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালের কার্লো আনচেলত্তি।

২০২৩-এর ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নির্বাচন করা হয় ফিফা বর্ষসেরা। যাতে অংশ নেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফুটবল ভক্তরা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ভিনি। তাঁর এ সাফল্যের স্বীকৃতিই বলা যায় ফিফা দ্য বেস্টের খেতাব জেতাটাকে। ২০০৭ সালে কাকার পর তিনিই ফিফা বর্ষসেরা হওয়া প্রথম ব্রাজিলিয়ান।

বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া কার্লো আনচেলত্তি। নারীদের সেরা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ এমা হেইস।
কে কোন পুরস্কার জিতলেন
বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র
বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস
বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ
বর্ষসেরা নারী গোলকিপার: অ্যালিসা নায়েহার
পুসকাস অ্যাওয়ার্ড: আলেহান্দ্রো গারনাচো
মার্তা অ্যাওয়ার্ড: মার্তা
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা

এদিন সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি। তবে এক বছর বিরতির পর আবার পুরস্কারটি উঠেছে তাঁর হাতে। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার অনুমিতভাবেই গিয়েছে আইতানা বোনমাতির হাতে। সময়টাই এখন যেন স্পেনের এই নারী ফুটবলারের। ২০২৩ সালের পর ২০২৪ সালের নারী ব্যালন ডি’অর জিতেছেন তিনি। এবার টানা দ্বিতীয়বারের মতো জিতলেন ফিফা দ্য বেস্ট পুরস্কারও।
কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে মঙ্গলবার দিবাগত রাতে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি চালু করে ১৯৯১ সালে। এরপর থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পাঁচজন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিয়ুস সেই তালিকায় ষষ্ঠ নাম। তবে ব্রাজিলের আরেকজন ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিততে অপেক্ষা করতে হয়েছে ১৭ বছর। সর্বশেষ ২০০৭ সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার।