
রাজধানীর শ্যামলী এলাকা থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।তিনি বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানায় তার নামে মামলা রয়েছে।
