নিজস্ব প্রতিবেদকঃ নুসরাত জাহান সাদিয়া।
অদ্য ১৭ অক্টোবর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নামে গাজীপুরের স্থানীয় সাংবাদিক ও নিউজ পোর্টাল সমূহের মিথ্যা সংবাদ পরিবেশন ও চাঁদা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনএর নামে গাজীপুরের স্থানীয় সাংবাদিক ও নিউজ পোর্টাল সমূহের মিথ্যা সংবাদ পরিবেশন ও চাঁদা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন গত ১২ অক্টোবর গাজীপুরের হোতাপারায় অবস্থিত সাফা সয়েতার লিঃ-২ এর শ্রমিকরা দুইদিন পূজার ছুটি চেয়ে আন্দোলন করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। শ্রমিকরা আমাদেস্র সংগঠন মালিক পক্ষের সাথে মীমাংসা পূর্বক ১৪ অক্টোবর শ্রম আইনের ২৬ ধারায় টার্মিনেশন বেনিফিট ভবানীপুরে অবস্থিত সাফারী পার্ক রেস্টুরেন্টে ৮৬ জন শ্রমিকের যাবতীয় পাওনাদি বুঝিয়ে দেয় বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ । বিষয়টিকে পুঁজি করে কিছু সাংবাদিক, নিউজ পোর্টাল আমাদের সংগঠনের নেতৃবৃন্দের কাছে চাঁদা দাবি করে । চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের সংগঠনের সুনাম নষ্ট করার হুমকী দেয় এবং পরবর্তীতে ভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে নিউজ করে। আমরা সংগঠনের পক্ষ থেকে এ ধরনের অসাংবাদিকতার তীব্র নিন্দা জানাচ্ছি।
সভাপতিত্ব করে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশন সভাপতি শামিম খান । বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ফারিণ, সহ- সভাপতি শাহান শাহ কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ বেলাল হোসেন, জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক মোঃ শাকিল, মিডিয়া বিষয়ক সম্পাদক সিদ্দিকুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক সুরুজ মিয়া প্রমুখ।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page