
শরিফুল ইসলাম-টাঙ্গাইল :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেনুকুর্শা গ্রামে বজ্রপাতে সিফাত (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে খেলার সময় আকস্মিক বজ্রপাত তাকে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত কিশোরের পিতা অজব আলী গোহালিয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে বজ্রপাতের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রঝড়ের সময় খোলা স্থান এড়িয়ে চলতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।