
জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দীর্ঘদিন যাবৎ চা বিক্রি করেন মোহাম্মদ সিরাজ।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি পরিচিত সিরাজ মামা নামে। শিক্ষার্থীদের যেকোন সংকটে পাশে থাকার চেষ্টা করেন সিরাজ মামা।সেই ধারাবাহিকতায় জবি শিক্ষার্থীদের ৩ দফা দাবি আদায়ের আন্দোলনে যোগ দেন জবিয়ানদের সিরাজ মামা।তাকে দুপুর আড়াইটার দিকে ‘রক্ত লাগলে রক্ত নে,জবিয়ানদের হল দে’ লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের সাথে স্লোগান দিতে দেখা যায়।

এসময় তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের পাশে ব্যবসা করার কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের থাকার সমস্যা নিজ চোখে দেখে আসছি।তাই যখন শুনতে পাইছি তাদের আন্দোলনের কথা তখনই ছুইটা আইছি।আমি এহন থেকে তাদের লগেই অবস্থান করমু।
তিনি আরো বলেন,শিক্ষার্থীরা খেয়ে না খেয়ে আন্দোলন করে যাচ্ছে। সরকারকে বলি তাড়াতাড়ি তাদের দাবি মাইনা নেন।
শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো_ আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে শিক্ষাবৃত্তি। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্নাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন। শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে