দৈনিক আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করতে হবে। অন্যথায় নির্বাচন ফলপ্রসূ হবে না।
কাজেই সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনিস এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের বাদ দিয়ে নির্বাচন আয়োজন ঠিক হবে না। ভোটার তালিকা হালনাগাদের পরে আসন বিন্যাস করতে হবে। প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরাতে পারলে সুষ্ঠু নির্বাচন করা যাবে না। এগুলো অতি গুরুত্বপূর্ণ সংস্কার।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে যারা সরকারে আসবেন তারা যাতে ফ্যাসিবাদী না হয়ে ওঠেন তার জন্য রূপরেখা তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব দলের ঐকমত্যের ভিত্তিতে এই রূপরেখা হবে। যা পরবর্তী পার্লামেন্টে আইন হিসেবে গ্রহণ করা হবে। এই কাজগুলো নির্বাচনের আগে হওয়া উচিত।
মাহমুদুর রহমান আরও বলেন, আমাদের লড়াই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে। আমাদের ঘাড়ের ওপর যে ফ্যাসিবাদ চেপে ভারতের পুতুল সরকারের ভূমিকা পালন করেছিল, একইসঙ্গে ভারতীয় আধিপত্যবাদ এবং এদেশে থাকা তাদের এজেন্টদের বিরুদ্ধে আমাদের অবস্থান। কিন্তু ভারতের জনগণের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই।
তিনি বলেন, একুশে পদক অর্জন আমার একার নয়, দৈনিক আমার দেশ পত্রিকার সব সাংবাদিক এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন তাদের সবার।
জুলাই অভ্যূত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page