
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর
মোঃ সুমন হোসেন,ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলার ঘটনা ঘটেছে।এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয়েও ভাঙচুর করা হয়।এ ছাড়া পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করেছে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী।রোমান শেখ (১৬) নামের এক নিখোঁজ যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধনের পর আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ যুবক রোমানের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী।পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করে।এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা।পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।এর মধ্যে ছিল বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকের ব্যবহৃত সরকারি গাড়ি যার নম্বর হচ্ছে মেট্রো ঘ- ১৮-১৬৬২। পরে মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে বিক্ষুব্ধরা থানা প্রাঙ্গণ থেকে চলে যায়।
জানা যায়,স্থানীয় মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত।গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে বেলা ১টার দিকে বাড়ি ফেরে।পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ।সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ।মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো:ফিরেজ কবির বলেন,গত ২৬ জানুয়ারির রোমান শেখের নিখোঁজের ঘটনায় একটি মামলা রুজু হয়।এ ঘটনায় তদন্ত করতে গিয়ে আমরা তিনজনকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করি।বাকি তথ্যের জন্য এবং ভুক্তভোগীকে উদ্ধারের জন্য আমরা আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আর রিমান্ডের আবেদন করি।সেই রিমান্ড হেয়ারিং এখন পেইন্ডিং রয়েছে।এরই মধ্যে নিখোঁজ রোমানের সহপাঠীসহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে,হয়তো কারও উসকানিতে থানায় এসে হামলা করে এবং ভাঙচুর করে।