মোঃ জিল্লুর রহমান :
গাজীপুরের কালিয়াকৈরে পাওনাদারের নিকট থেকে ধারের টাকা না পেয়ে তার ভাড়া করা মোটর সাইকেল আটক রেখেছে ২বছর যাবত। মোটরসাইকেল উদ্ধারের দ্বারে দ্বারে ঘুরছে রাইডার মুনির।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাড়উপাড়ার আব্দুল বাতেনের বাড়ির ভাড়াটিয়া মোঃ মুনিরুল ইসলাম মুনির গত কয়েকমাস যাবত বেকারত্বের কারনে মোটরসাইকেল রাইডার হিসেবে জীবিকা নির্বাহ করে আসছিল। সেই সূত্রে তার এক পরিচিত কাষ্টমার মোঃ মাহবুব হোসেন নিয়মিত তার মোটর সাইকেল ভাড়া নিয়ে ব্যক্তিগত যোগাযোগ চাহিদা মিটাতো। উক্ত মোঃ মাহবুব হোসেন (৩০) পিতাঃ মৃত –কামাল উদ্দীন, মাতা- হালিমা খাতুন,সাং-উত্তর কাঞ্চনপুর,পোঃ গোসাত্রা,উপজেলা-কালিয়াকৈর, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার তার ব্যক্তিগত কাজে নিয়মিত ভাবে রাইডার মোঃ মুনিরুল ইসলাম মুনির এর মোটরসাইকেল যাহার রেজিঃ নং-ল-৪৪-২২৮০, মোটর সাইকেলটি ব্যবহার করতেন। এরই ধারাবাহিকতায় গত একবছর পূর্বে ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব হোসেন (৩০) কে নিয়ে জৈনেক কুদ্দুস (৩০) এর সাং-কলতাসুতি,থানা – আশুলিয়া,জেলা-ঢাকা ঠিকানায় গিয়ে ১৪,০০,০০০ লক্ষ টাকা ১০০টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার সময় মোটর সাইকেল রাইডার মোঃ মুনিরুল ইসলাম মুনিরকে উপস্থিতি স্বাক্ষর করায় বলে মুনির জানিয়েছেন। ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব হোসেন (৩০) ও জৈনেক কুদ্দুস (৩০) এর মাঝে উক্ত লেনদেনের গত এক বছর অতিবাহিত হলেও ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব হোসেন (৩০) জৈনেক কুদ্দুস (৩০) এর পাওনা টাকা পরিষোধ না করায় জৈনেক কুদ্দুস কৌশলে মোটর সাইকেল চালক মোঃ মুনিরুল ইসলাম মুনির মোটসাইকেল ভাড়া নিয়ে গিয়ে জিম্মি করে উক্ত ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব হোসেন (৩০) এর নিকট পাওনা সমুদয় টাকা তার নিকট থেকে দাবি করে মোটর সাইকেলটি ২বছর যাবত আটক করে রেখেছে। যাহার ক্রয় মূল্য ২,৭১,০০০টাকা। সর্বশেষ মুনিরুল ইসলাম মুনির গত ২৫,০৪,২০২৫ ইং তারিখে জৈনেক কুদ্দুস (৩০) এর সাথে দেখা করে মোটর সাইকেলটি ফেরৎ চাইলে উক্ত জৈনেক কুদ্দুস(৩০) মুনিরুল ইসলাম মুনিরকে প্রাণনাশের হুমকি প্রদান করলে ২৫,০৪,২০২৫ ইং তারিখে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন। মোটর সাইকেল চালক মুনিরুল ইসলাম মুনির এর পরিবার সূত্রে জানা গেছে তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মোঃ মুনিরুল ইসলাম মুনির এখন বেকার হয়ে পারায় তাদের পরিবার কোন রকমে এক বেলা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। এ বিষয়ে মোটর সাইকেল চালক মোঃ মুনিরুল ইসলাম মুনির প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন। বর্তমানে ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব হোসেন (৩০) এখন সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক রয়েছেন।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page