
মুন্সীগঞ্জে ১০ টন অবৈধ পলিথিনসহ আটক- ২
ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের ঢাকা মাওয়া এক্রপ্রেসওয়ের পদ্মা সেতু টোল প্লাজাএলাকা হতে ১০ টন নিষিদ্ধ পলিথিনসহ দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো গাড়িরচালক মোঃ শরিফুল ইসলাম(৩৪) ও হেলপাড় সজল (২২) ।তারা যশোর জেলার বেনাপোল থানারছোট আছড়া গ্রামর বাসিন্দা বলে জানাগেছে। এ সময় পলিথিন বহনকারী গাড়ি জব্দ করা হয়েছে।যাহার রেজিঃ নং যশোর ট- ১১-৪৩৭১ ।
পুলিশ জানায়,আজ মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) ভোর রাত ৪ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া মুখী লেনের পদ্মা সেতুটোল প্লাজায় স্কেলের কাছাকাছি স্থানে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন যার ওজন ১০ টন এবং বহনকৃত গাড়ি জব্দকরা হয়েছে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আঃ কাদির জিলানি বলেন,আটককৃতদের মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করার প্রক্রিয়া চলছে।