
শারফেন রাদারফোর্ডের বল সেন্ট কিটসের গ্যালারিতে আছড়ে পড়তেই ক্যামেরার লেন্স খুঁজে নিল ওয়েস্ট ইন্ডিজের ডাগআউট। উইন্ডিজ ক্রিকেটাররা তখন হাসছেন এবং একে অপরের সঙ্গে করমর্দন করছেন।ঘটনাটা আর কিছুই নয়। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল উইন্ডিজ।
বেশ লম্বা সময় ধরে সব ফরম্যাটেই ধারাবাহিক বাংলাদেশ। ওয়ানডেতে যে দলটির বিপক্ষে হারতে ভুলে গিয়েছিল, সেই দলটির কাছে টানা দুই ম্যাচে হারল লাল-সবুজ দল। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর এবার ৭ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল। তাতে ১০ বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটারদের ব্যর্থতাকেই হারেন কারণ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে হেরে আগে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২২৭ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ৩৬.৫ ওভারে লক্ষ্য তাড়ায় সফল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন ওপেনার ব্রেন্ডন কিং।ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক ব্যাটারদের ভুল মেনে বলেছেন, ‘মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাটিং করিনি। ছিল না বড় কোনো জুটি। ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছি। মাহমুদউল্লাহ ও সাকিব ভালো খেলেছে, কিন্তু ভুলটা আমাদেরই (ব্যাটারদের)।’
‘সিলসরা ভালোই বল করছিল। আমরা শুরুতে রান ওঠাতে পারছিলাম না। ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল। প্রথম দশ ওভারে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার- রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’