
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ:ছোট ভাইয়ের পায়ের রগ কেটে দিলেন বড় ভাই
ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে।রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের পূর্ব কোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৬০ বছর বয়সী এসহাক মোল্লার সঙ্গে তার বড় ভাই ছিদ্দিক মোল্লার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে, এবং বিষয়টি থানা ও আদালত পর্যন্ত গড়িয়েছে।সম্প্রতি,গাছ কাটার ঘটনায় ছিদ্দিক মোল্লা থানায় অভিযোগ করেছিলেন। এই অভিযোগের সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়।রবিবার সকালে জমি সংক্রান্ত ওই বিরোধ নিয়ে এসহাক মোল্লা এবং তার বড় ভাই ইদ্রিস মোল্লার মধ্যে মারামারি হয়।এই সময় এসহাক মোল্লাকে গুরুতরভাবে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়, যার মধ্যে তার পায়ের রগ কেটে দেওয়া হয়।স্থানীয়রা এসহাক মোল্লাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহানারা আক্তার বলেন, এসহাক মোল্লাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।তার অবস্থা অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু বলেন, এসহাকের স্ত্রী নিলুফা বেগম আমাকে জানায়,তার স্বামীকে মেরে হাত ভেঙে এবং পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।আমি দ্রুত গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহেদ আল মামুন বলেন,ঘটনার পর আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি,তবে অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।