
আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীতে সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার দুপুর ১২টার দিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অস্থায়ী মঞ্চ তৈরি করে এই গণজমায়েত শুরু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সমাবেশে অংশ নেন। সমাবেশে আওয়ামী লীগের বিচারের দাবি করে নানা স্লোগান দেওয়া হয়।

এর আগে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্ট ও বায়তুল মোকাররম, স্টেডিয়াম, গুলিস্তান এলাকায় জমায়েত হয় ছাত্ররা।