
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র- মাদকসহ গ্রেপ্তার- ২
ক্রাইম রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মাকুহাটি এলাকায় সেনাবাহিনী,র্যাব ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ মাদক, মাদক বিক্রির টাকা,দেশীয় অস্ত্র ও মোটর সাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার দিবাগত রাত ১২ টা থেকে ভোরবেলা পর্যন্ত মোল্লাকান্দির আলোচিত একাধিক মামলার আসামি মিল্টন মল্লিকের পূূর্ব মাকহাটি এলাকার বাড়িতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।রবিবার সকালে মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মিল্টন মল্লিকের বাসায় তল্লাসি চালিয়ে অবৈধ ১৪টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ৩৫ টি অবৈধ মাদকদ্রব্য(বিয়ার), ৭টি মোবাইল ফোন,২ টি ল্যাবটপ,১ টি মটরসাইকেল, ২ টি আইডি কার্ড, ১ সিসি টিভি ক্যামেরা, ১ টি রাউটার, ১ টি খালি মদের বোতল, ৯ টি চকলেট বাজি বোমা উদ্ধার করা হয়।তবে,ঘটনাস্থল থেকে আসামী মিল্টন মল্লিক কৌশলে পালিয়ে যায়।পরবর্তীতে ঘটনাস্থল হতে সন্দেহভাজন হিসাবে মো:সিফাত মল্লিক(২৫) ও মো:নাসির সরদার(৪২) ওরফে কাঠি নাসিরকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতদের মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।