
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব নিয়ে আলোচনা।
সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন,সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান সম্ভব না। তাই দ্রুত একটা নির্বাচনের দিকে আগানো উচিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত আজকের বিষয় ছিলো রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব, স্থায়ী কমিটির সদস্য,ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুলু, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি’র সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক, নিলুফার চৌধুরী মনি, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভিপি হারুন, বিএনপির সহ দপ্তর সম্পাদক, তাইফুল ইসলাম টিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তফা কামাল, সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ এর সভাপতি, সাবেক কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এলবার্ট পি কস্টা, সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজএর সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভিপি শহীদ। বিভিন্ন বক্তারা বক্তব্য শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপ্যায়নে ব্যবস্থা করা হয়। এখানে কয়েকশো নেতাকর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।