
ঢাকার মিরপুর ১০ নাম্বারে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
এম এ গাফফার , সিনিয়র রিপোর্টার, ঢাকা।

ঢাকার মিরপুর ১০ নাম্বারে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ঢাকার ইসিবি চত্বর, মিরপুর ১০, বাইতুল মোকাররম, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুরে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ এ বিক্ষোভ আয়োজন করা হয়।
আমাদের নিজস্ব প্রতিনিধি এম এ গাফফার জানান,
বিভিন্ন পেশার মানুষ এখানে স্লোগান দেয়, গণহত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য জোর দাবি জানানো হয়, এখানে বিভিন্ন দলীয় নেতাকর্মী বিশেষ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিক্ষক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,গাজা গণহত্যা চলমান থাকলেও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ।তারা প্রশ্ন তোলেন, কোথায় মানবাধিকার? আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন,‘‘সমস্ত মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো।দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে, তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়,তেমনি একজন মুসলিম ভালো না থাকলে অন্যরাও ভালো থাকতে পারে না। বক্তারা বলেন,মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে,আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। মুসলমানদের পুরনো ঐতিহ্য আমরা ভুলে যেতে বসেছি। ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান।
শিক্ষার্থীরা এবং জনসাধারণ জানান,ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে।তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ক্ষুব্ধ এবং ব্যথিত।তারা বলেন,বিশ্ববাসী দ্রুত এ গণহত্যা বন্ধ করে।
উল্লেখ্য,দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।