
পিরোজপুরের মহারাজ এর সকল অপকর্মের হোতা ছিলেন শহিদুল ইসলাম।
নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর -২।
মোঃ শহিদুল ইসলাম, পিতা এহসান উদ্দিন আকুন, গ্রাম ফুলবাড়ী, ডাকঘর -তুষখালী, থানা মঠবাড়ি, জেলা পিরোজপুর।অবস্থানকালীন ঠিকানা -সোল্ড গুলা ক্রসিং,ধুপ কুল, চট্টগ্রাম। সূত্র মতে জানা গেছে এই মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর -২, আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হলেন শহিদুল ইসলামের আপন ভাইরা। মহিউদ্দিন মহারাজ যে ১৬০০ কোটি টাকা দুর্নীতি করেছে যার অংশ তার ভাইরা শহিদুল এর কাছেই আছে। শহিদুল ইসলাম বর্তমানে চট্টগ্রামে ছিএনডিএফ ব্যবসার সাথে জড়িত। মোঃ শহিদুল ইসলাম এখন অঢেল সম্পত্তির মালিক, তার রয়েছে একাধিক ফ্লাট,বিভিন্ন ব্যাংক একাউন্টে রয়েছে অঢেল সম্পদ। এলাকায় বিভিন্ন জায়গায় জমি জায়গার অভাব নেই। পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহারাজার নামে এলাকায় টেন্ডারবাজি, দখল বাণিজ্য সহ নানা দুর্নীতি তথ্য পাওয়া গেছে আর এই সকল দুর্নীতির মেইন চাবিকাঠি ছিলেন এই শহিদুল ইসলাম। গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই তার ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।বিভিন্ন সূত্র বলছে শহিদুল ইসলামকে আইনের আওতায় আনলেই মহারাজের টেন্ডার বাণিজ্যর যে জালিয়াতি সব বের করা সম্ভব হবে বলে এলাকাবাসী মনে করে। তাই দ্রুত তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
