
ঠিকানা নিউজের টকশো উপস্থাপক সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে উদ্দেশ্যে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
এতে তিনি লিখেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন? এটা আমাদের ২ হাজারের অধিক শহিদের সাথে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেঈমানি।’


বুধবার (৬ নভেম্বর) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে প্রশ্ন করে স্ট্যাটাসটি দেন। তার ওই স্ট্যাটাসে অনেকই অনেক মন্তব্য করেছেন। এরইমধ্যে স্ট্যাটাসটিতে ১৯ হাজার রিঅ্যাক্ট ও ২ হাজার তিনশো মন্তব্য পড়েছে। এবং দুইশো একান্নটি শেয়ার হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। এর আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন। এখন তিনি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামের টকশো উপস্থাপনা করেন।