
আন্তর্জাতিক ক্রিকেটে শারমিন আকতার সুপ্তার ফেরাটা হয়েছে দুর্দান্ত। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে করেছেন সর্বোচ্চ রান। দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন।
আয়ারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। দুর্দান্ত পারফরম্যান্স করে আইরিশদের হোয়াইটওয়াশ করতে বিশেষ ভূমিকা পালন করেছেন তিনি। তিন ম্যাচে ২১১ রান করে সিরিজসেরাও হয়েছেন শারমিন।

ক্লার্ক ও হজ নভেম্বরে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সিরিজে সর্বোচ্চ ১৪২ রান করেন হজ। গড় ও স্ট্রাইকরেট ৭১ ও ১৬৩.২১। দুটি ফিফটি ছিল। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ক্লার্কের গত মাসে রান ছিল ৮০। তিন ম্যাচের দুটিতেই অপরাজিত থাকায় গড় ৮০। রান করেন ১৩৫.৫৯ স্ট্রাইকরেটে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের ফলও একই। পার্থক্য এটাই যে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা হোয়াইটওয়াশ হয়েছিল ৩-০ ব্যবধানে। ছেলেদের ক্রিকেটে নভেম্বরের মাসসেরা হওয়ার লড়াইয়ে জসপ্রীত বুমরা, হারিস রউফ ও মার্কো ইয়ানসেন।