
বিড়াল কান্ড, ঘটনা থেকে ভয়াবহতা।
বি আর বি, ভাষানটেক, ঢাকা।

রিপন আহমেদ, সিনিয়র রিপোর্টার, ঢাকা।
বিড়াল কাণ্ডে ভয়াবহতার সূত্র পাওয়া গেছে, বিআরবি ভাষানটেক থানার আওতাধীন। ঘটনার সূত্রপাত ০১/০৪/২০২৫ ইং। মোসাম্মৎ শেফালী খাতুনের ননদ মাকসুদা বিড়াল লালন পালন করে থাকেন। তিনি বিভিন্ন দেশি-বিদেশি বিড়াল লালন পালন করে বেশ সুনামের সাথে আছেন। ০১/০৪/২০২৪ ইং তারিখে সোহেলসহ ৩-৪ জন লোক মাকসুদা খানমের বিড়াল নিয়ে যান। শেফালী খানন এই বিড়ালটি তার ননদের দাবি করলে সোহেল আরও লোকজন নিয়ে শেফালী আক্তার এর উপর চড়াও হয়। ইঠের টুকরা দিয়ে শেফালী খাতুনকে যখন করে রক্তাক্ত করে যেটি সোশ্যাল মিডিয়ায় অলরেডি আসে, এই ব্যাপারে শেফালী ভাষানটেক থানায় অবহিত করেন। ফরিদা নামের জৈনক একজন মহিলা তার ননদকে ইট দিয়ে মেরে রক্তাক্ত করেছে বলে দাবি করেন। উনি আর্মিতে চাকরির সুবাদে ক্ষমতার বড়াই করে, ভয় ভীতি প্রদর্শন করছেন যেটা আইনগত পুরোপুরি অবৈধ, শেফালী খাতুন এবং মাকসুদা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যেন ডিফেন্সে চাকরি করার সুবাদে এই ধরনের কোন কর্মকান্ডে না জড়াতে পারেন বা কাউকে হুমকি দিতে না পারেন, তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ভুক্তভোগীরা। এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।