
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার নেতৃত্বে জেলা বিএনপি’র উদ্দ্যোগে বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল (অব:) জিয়াউর রহমানের স্মৃতির প্রতি পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন উপজেলা বি এন পির নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল হক মেম্বার , জাফর ফারুকী , দ্বীন মোহাম্মদ, আলহাজ্ব মোহাম্মদ আবু সৈয়দ, আবুল কাশেম, মো:মামুন, মো:শওকত, মো: গিয়াস, মো আজগর, মো:ফয়েজ বাবুল, বোরহান ফারুকী, মো: সেলিম মাষ্টার , মো: নজরুল , মো: রহিম, মো : রুবেল, সাদেক, সাকিব, মারুফ প্রমুখ।
এ সময় আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। তার আদর্শে বিএনপির নেতাকর্মী সহ কোটি কোটি সমর্থকরা গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নের্তৃত্বে গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিল। শেখ হাসিনা বিগত ১৬ বছর এ দেশে গনতন্ত্রকে হত্যা করেছে।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার হাজার মামলা ও দেশে লুটপাট চালিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। আজ দেশের অর্থনীতি মারত্মক পঙ্গু। এছাড়াও দেশে গনহত্যা চালিয়ে শেখ হাসিনা শত শত ছাত্র জনতাকে হত্যা করে যে অপরাধ করেছে আন্তর্জাতিক ট্রাইবুনালে তার বিচার করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। তিনি বিএনপি যুবদল ছাত্রদল সহ সব অংগ সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংগঠিত করার আহবান জানান।