নিজস্ব প্রতিবেদক:
এ অভিযানে মাদকের গডফাদারদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এক ব্রিফিং এ তিনি এ কথা বলেন।তিনি জানান, ‘রাত বারোটা থেকেই যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। হাতিয়ার কালেকশনের জন্য।’একইসাথে এ অভিযানে মাদক কারবারীদেরও গ্রেপ্তার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে। এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি।’
এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে বলেও জানিয়েছেন তিনি
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page