
মো: আজিজুর রহমান, স্টাফ রিপোর্টার , ময়মনসিংহবিভাগ।

জামালপুর সদরের শরীয়তপুর ইউনিয়নের শীতলকুশা গ্রামের পল্লী চিকিৎসক মুরাদ হোসেনের পুত্র মুর্তজা হোসেন নয়ন (১৫।)। নিজ বাড়িতে গতকাল ১ লা অক্টোবর মঙ্গলবার গলায় ফাঁস দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২ রা অক্টোবর সকালে মারা যায়।আত্মহত্যার কোনো কারণ এ পর্যন্ত জানা যায়নি। মুর্তজা হোসেন নয়নের মৃত্যুতে শীতলকুশা গ্রামের শোকের ছায়া নেমে আসে।