দেশে এখনো মামলা বাণিজ্য, ঘুষ-বাণিজ্য চলমান উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, যদি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে চান, তাহলে প্রথম সংস্কার পুলিশেই হতে হবে।
শনিবার ১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মান্না বলেন, একটা মামলা হলে একটা পরিবারের কত কষ্ট হয়, যারা ভুক্তভোগী তারা জানে। আর যদি গ্রেপ্তার না করেও প্রতিপক্ষ এসে ফোন করে বলে, ‘মামলা থেকে নাম কাটাতে হবে, এত টাকা দিতে হবে’। এই ঘুষ বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য সবই চলছে। অথচ সরকার বলছে, দেশ উন্নতি করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা ভালো হলে কেন একদিনে তিনটা বড় অপরাধের খবর পত্রিকার প্রথম পাতায় আসে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এত বড় আন্দোলন ও কিশোরদের আত্মত্যাগের পর যাদের পরিবর্তন হওয়ার কথা, তা হয়নি। পুলিশ তো মামলা পর্যন্ত নেয় না। একুশে ফেব্রুয়ারির রাতে শহীদ মিনার থেকে ফেরার পথে প্রতিপক্ষ আমার কর্মীকে ছুরি মেরেছে কিন্তু পুলিশ মামলা নেয়নি। অথচ দুই দিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগে আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় এমন আপন ছোট ভাইয়ের নামেও মামলা নিয়েছে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page