
একজন সৎ লোকের গল্প!
আজ সন্ধ্যার পরপরই তিতুমীর কলেজের অধ্যক্ষ এর দাপ্তরিক মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি বলেন, “ম্যাডাম, আপনার একটি পার্সব্যাগ আমার কাছে রয়েছে, রাস্তায় কুড়িয়ে পেয়েছি।”

অধ্যক্ষ ফোন কলকারীকে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান, তার নাম রাসেল, একজন রিকশাওয়ালা। অধ্যক্ষ তাকে কলেজে আসতে বলেন। রাসেল জানান, “আমি কলেজের গেটেই অপেক্ষা করছি, আপনি অনুমতি দিলে রিকশা নিয়ে ভিতরে আসতে পারব।”
অধ্যক্ষ প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাকে কার্যালয়ে আসার ব্যবস্থা করেন। রাসেল এসে অধ্যক্ষ এর হাতে পার্সটি তুলে দেন। উপস্থিত সহকর্মীগণ পার্সটি খুলে আইডি কার্ড এবং ডেবিট কার্ড দেখে নিশ্চিত হন, এটি তিতুমীর কলেজের একজন শিক্ষকের ওয়ালেট।
অধ্যক্ষ এই রিকশাচালক রাসেলের সততায় মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ জানান এবং তার পরিবারের খোঁজখবর নেন। পরে তাকে আপ্যায়ন করে আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যদের জন্য একসেট উপহার প্রদান করেন। রিকশাচালক রাসেলও অধ্যক্ষ এর এমন সহৃদয় ব্যবহারে মুগ্ধ হন।
একজন রিকশাচালক হয়েও রাসেল সততার এক নজির স্থাপন করলেন। অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রাণী মন্ডল তার এই সততার জন্য রাসেলকে সম্মানিত করে এবং মানবিক কাজের প্রতি তার উৎসাহ বাড়ান।
7 College News