
আদানি তো ছিল, ত্রিপুরার কাছেও দেনা করে রেখেছে বাংলাদেশ! বিদ্যুতের জন্য ১৩৫ কোটি টাকা বকেয়া আছে। আর সেই টাকা অবিলম্বে মিটিয়ে দিতে বলল ত্রিপুরা। যে সময় ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন চলছে।
শুধু আদানি গোষ্ঠী নয়, বিদ্যুতের জন্য ত্রিপুরার কাছেও বাংলাদেশের ১৩৫ কোটি টাকা ধার আছে। ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন’ (এনটিপিসি) বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেেডের মাধ্যমে সেই বাণিজ্য চুক্তি করা হয়েছিল। আর সেই চুক্তির মাধ্যমে যে বিদ্যুৎ পাঠানো হত, সেটার বাবদ বাংলাদেশের থেকে ১৩৫ কোটি টাকা বকেয়া আছে ত্রিপুরা সরকারের। আর অবিলম্বে সেই টাকা মিটিয়ে দিতে বলেছে ত্রিপুরা। (সৌজন্যও রয়টার্স)

এমন একটা সময় ত্রিপুরা সরকারের তরফে সেই বার্তা দেওয়া হল যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে। বাংলাদেশের মধ্যে ভারত-বিরোধী কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে ভারত-বিরোধী শক্তি মাথাচাড়া দিয়েছে বাংলাদেশে। এমনকী বাংলাদেশে ত্রিপুরা-কলকাতাগামী বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে।
আর বাংলাদেশের বকেয়া নিয়ে রবিবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ‘১৩৫ কোটি টাকা বাকি থাকলেও নিয়মিত বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশ। প্রতিটি ইউনিট বিদ্যুতের জন্য আমরা ৬.৬৫ টাকা দাম নিচ্ছি।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ঘরোয়া কানেকশনের ক্ষেত্রে ত্রিপুরা সরকার যে দাম পায়, সেটার নিরিখে বাংলাদেশে বিদ্যুৎ পাঠালে কিছুটা বেশি দর পাওয়া যায়।
সূত্রঃ হিন্দুস্থান টাইমস