
ভারত বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত আলোচনাসভায় তিনি এমন কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘আপনারা চব্বিশ দেখেন, একাত্তর দেখেন। বাংলাদেশের ২০ কোটি লোক সৈনিক।
দেশ দখল করতে হলে তাদের রক্তের ওপর দিয়ে যেতে হবে।’
আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করছিল অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘সঠিক কথাগুলো বলে যাব আপনাদের কাছে। আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, অংশগ্রহণ করেনি। আমাদের লাখ লাখ মুক্তিযোদ্ধার কোনো রাজনৈতিক পরিচয় বা দাবিদাওয়া ছিল না।
মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে। আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছু লোক সরকারকে ভুল পথে পরিচালিত করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এক করার চেষ্টা চলছে। বিএনপির বদনাম করাই তাদের কাজ।
ভারতীয় উচ্চ পর্যায়ে আক্রমণ করলে কী কী হতে পারে দেশীয় ও আন্তর্জাতিকভাবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, ‘বিশ্বব্যাপী বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণের চেষ্টা করছে ভারত। ইসকনের সবাই সন্ত্রাসী না, তবে তারা একটি ঝামেলা লাগানোর চেষ্টা করছে।’
স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।