
কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে সয়াবিন তেলের সংকট –
মোঃ আবদুল্লাহ বুড়িচং।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বেশির ভাগ দোকানেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। খোলা তেলের দাম বেড়ে প্রতি কেজি ২০৫- ২১০টাকা ছাড়িয়েছে। পামওয়েল খুচরা বাজারে প্রকারভেদে ১৮০ টাকা থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে তেল ছাড়া পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।
বিক্রেতারা বলছেন, ডিলাররা আমাদেরকে সয়াবিন তেল সরবরাহ করতে পারছে না। মাঝে মধ্যে পেলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ভোক্তারা জানান, পাইকারি ও খুচরা দোকানে খুঁজে পাচ্ছেন না সয়াবিন তেল। রমজানকে সামনে রেখে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে কি না তা খতিয়ে দেখার অনুরোধ জানান তারা। এদিকে প্রশাসন দ্রুত বাজার স্বাভাবিক হবার আশাবাদ জানিয়েছেন।
শুক্রবার সকালে সদর বাজারের বিভিন্ন দোকানে দেখা যায় ক্রেতাদের ভিড়। অনেকেই সয়াবিন তেল কেনার জন্য চেষ্টা করছেন। কিন্তু চাহিদা মতো পাচ্ছেন না তেল। অনেককেই খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। আবার কেউ কেউ নিত্যপণ্যের সাথে সয়াবিন তেল নিয়ে ফিরেছেন।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত সয়াবিন তেল প্রায় নেই। প্রায় সকলেই প্যাকেটজাত পামওয়েল বিক্রি করছেন। পামওয়েল খুচরা বাজারে প্রকারভেদে ১৮০ টাকা থেকে ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মদিনা ও আলতাফ ব্রাদার্সের বিক্রেতাও জানান,
সয়াবিন তেল নেই। শুধু হৃদি ভেরাইটিজ স্টোরে তীর সয়াবিন এবং তৃপ্তি সয়াবিন তেলের কিছু বোতল দেখা যায়।২ লিটার বোতল এর সয়াবিন তেলের দাম ৩৮০টাকা ৫ লিটার সয়াবিন তেল প্রতিটি ১০০০ টাকা। তবে কোথাও কোথাও ১০৪০/১০৮০ টাকা বিক্রি হচ্ছে।