গত ১৭ বছর ধরে ‘অন্যায়ভাবে’ জেলে আটক থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার নিশ্চিত, বিস্ফোরক মামলা বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে ৬ দফা দাবি জানিয়েছে জাস্টিস ফর বিডিআর নামের একটি প্লাটফর্ম।
শুক্রবার ৩১ জানুয়ারি রাত পৌনে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত দাবি পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহীন সরকার।
তাদের দাবিগুলো হলো-
১. ইতোমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।
২. পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যে-সব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
৩. পঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) নং ধারা বাদ দিতে হবে। একইসঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সর্বপ্রকার নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
৪. পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে।
৫. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।
৬. পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমন্বয়ক মাহীন সরকার বলেন, যেহেতু আমাদের ৬টি দাবি যৌক্তিক সেহেতু দাবিগুলো অতিদ্রুত মেনে নেওয়া হোক। যারা জেলেবন্দী জীবন কাটাচ্ছেন তাদেরকে মুক্তি দেওয়া হোক। শুধু তাই না, শহীদ, আহত ও জেল বন্দীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারকে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করবো।
এর আগে গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবিতে ৬ দফা দাবি ঘোষণা করেন তারা৷ সেদিন তারা দাবিগুলো মেনে নেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সবগুলো দাবি মেনে না নেওয়ায় আজ তারা নতুন করে ৬ দফা দাবি জানান।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page