দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমানের নেতৃতে একটি টিম হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন মাদকসেবীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বামদিক থেকে নাজমুল, হাসান এবং আবু বক্কর। রাতেই দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনা-বেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
।। প্রকাশক ও সম্পাদক : মো: শিহাব উদ্দিন ।। নির্বাহী সম্পাদক : জি.এস. জয় ।।
দৈনিক জন জাগরণ সর্বস্বত্ব সংরক্ষিত@২০২৫You cannot copy content of this page